ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শতবর্ষী পটিয়া আদর্শ স্কুলকে সরকারি করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
শতবর্ষী পটিয়া আদর্শ স্কুলকে সরকারি করার দাবি বক্তব্য দেন সংসদ সদস্য সামশুল হক চৌধুরী

চট্টগ্রাম: ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের জোর দাবি উঠেছে। সোমবার (২০ মার্চ) সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী সভায় বক্তারা এ দাবি জানিয়েছেন।

সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। তিনি বলেন, ১৮৪৫ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পটিয়া স্কুল ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে।
প্রতিষ্ঠার ১৭১ বছর পার হলেও এ প্রাচীন বিদ্যালয়টি সরকারিকরণ হওয়া জরুরি। যদি পটিয়াতে কোন স্কুল সরকারিকরণ হয় তাহলে এ শতবর্ষী পটিয়া আদর্শ স্কুলই হবে।
 
শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হয়ে মেধাচর্চার তাগিদ দিয়ে সামশুল হক চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ হতো না। তেমনি পটিয়া স্কুলের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নতি হচ্ছে এবং শিক্ষার হার বাড়ছে। বঙ্গবন্ধুর বীরত্বের কারণে দেশ স্বাধীন হয়েছিল। আমরা সবাই বঙ্গবন্ধুর অনুসারী। ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। বীর হবে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা। বীরপ্রসবিনী পটিয়ার সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হবে। বোর্ডের মেধাতালিকায় শীর্ষে থাকবে।
 
এসময় পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল হক এবং পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ দেশের প্রাচীনতম বিদ্যাপীট পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের দাবি জানান।
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্ আল মামুন, প্রবীণ রাজনীতিক আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামশুদ্দিন আহমেদ।
বক্তারা, শতবর্ষী এ পটিয়া স্কুলের শিক্ষাব্যবস্থার ভূয়সী প্রশংসা করে সরকারিকরণের জোর দাবি জানান।
 
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চন্দন কান্তি নাথের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার সেন, পটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক সামশুল আলম বাবু, পৌর যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী, পৌর কাউন্সিলর খোরশেদ গনি, ইঞ্জিনিয়ার রুপক সেন, সাবেক কাউন্সিলর ইব্রাহিম, ইয়াছমিন আকতার চৌধুরী, বুলবুল আকতার, ডা. জয়দত্ত বড়ুয়া সুমন, সাংবাদিক আহমদ উল্লাহ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমীর, সিনিয়র শিক্ষক আবদুল হাফেজ, সুনীল কান্তি বড়ুয়া, লিটন চৌধুরী, শিখা রানী দেবী, টুটুন ঘোষ, সাইফুল আজম, মিচির আহমেদ, জয়শ্রী চক্রবর্তী, সাথী ভট্টাচার্য, রুমা চক্রবর্তী, রিটন ভট্টচার্য, অভিজিত দাশ, অপু চৌধুরী, মনোয়ারা বেগম, ফারজানা শারমীন প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।