ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুর্বৃত্তের ছুরিকাঘাতে পীর শাহ আলম আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
দুর্বৃত্তের ছুরিকাঘাতে পীর শাহ আলম আহত

চট্টগ্রাম: ফটিকছড়ির পাইন্দংয়ে পীর হাফেজ মাওলানা মো. শাহ আলম নঈমীকে (৬০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় (মাগরিব) এ ঘটনা ঘটে।

পীর সাহেবের সেক্রেটারি পরিচয় দিয়ে হাফেজ দিদারুল আলম বাংলানিউজকে বলেন, মাগরিবের নামাজ আদায়ের সময় পীর সাহেবকে পেছন থেকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

‍রাত সাড়ে আটটায় চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা বাংলানিউজকে জানান, ফটিকছড়ির পাইন্দং থেকে পীর শাহ আলম নঈমীকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি কর‍া হয়েছে।

তিনি জানান, পীর সাহেবের ভক্তদের ভিড় জমে গেছে জরুরি বিভাগের সামনে।

ফটিকছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া বাংলানিউজকে জানান, আমরা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করছি। পরিস্থিতি শান্ত হলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

হাফেজ দিদারুল আলম জানান, রাউজানের কচুখাইনের পীর হাফেজ মো. শাহ আলম ফটিকছড়ির পাইন্দংয়ে আমিনুল উলুম গাউসিয়া মঈনিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ২০০৯ সালে। এ ছাড়া চকরিয়া ও নগরীর বায়েজিদে আরও দুটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭

এআর/এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।