ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারী ও দেওয়ানহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
হাটহাজারী ও দেওয়ানহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ২ কদমতলি এলাকায় দুর্ঘটনার পর কৌতূহলী মানুষের ভিড়

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার বড় দীঘির পাড় এবং নগরীর দেওয়ান হাটে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে আসা শাটল ট্রেনে বড় দীঘির পাড় এবং সিলেট ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পৃথক দুর্ঘটনা ঘটে।

ষোলশহর স্টেশন মাস্টার মো. শাহাব উদ্দিন জানান, বড় দীঘির পাড় এলাকায় আলাউদ্দিন (৬০) নামের নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, দেওয়ানহাট এলাকায় বিকেল চারটায় সিলেট ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেসের ধাক্কায় মাধব চক্রবর্তী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি নগরীর পাথরঘাটা এলাকার বাসিন্দা। পাহাড়তলীর গার্মেন্টস হোম নামের একটি পোশাক কারখানার এমডি ছিলেন।
রেললাইন ধরে আসার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন বলেই দুর্ঘটনার শিকার হয়েছেন।

তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানান ওসি শহীদুল।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭

এআর/জেইউ/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।