ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফ্লোরেন্স নাইটিঙ্গেলের শপথ মনে-প্রাণে ধারণের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
ফ্লোরেন্স নাইটিঙ্গেলের শপথ মনে-প্রাণে ধারণের আহ্বান বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নার্সিং পেশার প্রতি সবার সম্মান জানানো উচিত মন্তব্য করে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সরকার নার্সিং পেশার উন্নয়নে অনেক কার্যকর পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি নার্সকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৯ মার্চ) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও শামসুন নাহার খান নার্সিং কলেজের ডিপ্লোমা ও বিএসসি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

নার্সদের রোগীদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সেই বিখ্যাত শপথের কথা সবসময় মনে-প্রাণে ধারণ করতে হবে।

হাসপাতালের নার্সিং অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় কার্যনির্বাহী কমিটির সভাপতি এএসএম ফজলুল করিম সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জাহিদুল হক এবং সিভিও পেট্রো কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান সামশুল আলম শামীম।

বক্তব্য দেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি ডা. আঞ্জুমান আরা ইসলাম ও নার্সিং প্রিন্সিপাল ঝিনু রানী দাশ।

মেয়র বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় বিশেষ করে চট্টগ্রাম মহানগরের অসহায় মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নাজমুল হক ডিউক, আবিদা আজাদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহী কমিটির ট্রেজারার ডা. মো. আরিফুল আমীন, কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, ডা. কামরুন নাহার দস্তগীর, রেখা আলম চৌধুরী, মো. আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জনাব মো. জাহিদুল হাসান, খায়েজ আহমেদ ভূঁইয়া, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এএসএম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ফারহানা আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।