ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় ৬ লাখ ইয়াবাসহ ৬ মায়ানমার নাগরিক আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
পতেঙ্গায় ৬ লাখ ইয়াবাসহ ৬ মায়ানমার নাগরিক আটক ইয়াবাসহ আটক মায়ানমারের নাগরিক

চট্টগ্রাম: নগরীর পতেঙ্গায় মায়ানারের ছয় নাগরিকসহ ৮ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  তাদের কাছ থেকে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গার চরপাড়া স্লুইচগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মায়ানমারের ৬ নাগরিক হল, নূর কবির (৪০), জামাল হোসেন (৪৫), বশির আহমদ (৩৫), জবি উল্লাহ (২৫), বশি উল্লাহ (২৫), -বার্মা এবং আকতার হোসেন (২৩)।
তাদের সঙ্গে আটক আরও দুজন হল, পটিয়ার আলী জোহর (৩৮) এবং আনোয়ারার শাহজাহান (৪৫)।


আটক মায়ানমারের ছয় নাগরিক বর্তমানে উখিয়ার কুতপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক মিফতা।  
র‌্যাব অধিনায়কের ভাষ্য অনুযায়ী, আটক হওয়া ৮ জন মিলে মায়ানমার থেকে ইয়াবাগুলো সরাসরি চট্টগ্রামে নিয়ে আসে।   আনোয়ারার দুই ভাই ইয়াবা ব্যবসায়ী হাসান মাঝি (৪০) ও সাবের আহমেদ (২৮) তাদের দিয়ে ইয়াবাগুলো সংগ্রহ করে।   তাদের ভগ্নিপতি হাসান মিয়াও এর সঙ্গে জড়িত আছেন।   তিনজনই বর্তমানে পলাতক আছেন।  

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আরডিজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।