Alexa
ঢাকা, শনিবার, ১৬ বৈশাখ ১৪২৪, ২৯ এপ্রিল ২০১৭
bangla news
symphony mobile

যুবলীগ চেয়ারম্যান চট্টগ্রামে আসছেন শনিবার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-১৭ ৭:১৪:১৫ পিএম
যুবলীগ চেয়ারম্যান

যুবলীগ চেয়ারম্যান

চট্টগ্রাম: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে শনিবার চট্টগ্রামে আসছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ জানিয়েছেন, শনিবার সকাল ১০টায় নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যার টেক এলাকায় স্থানীয় যুবলীগ আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন।

এরপর পটিয়া আব্দুস সোবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে স্মারকগ্রন্থ ‘আলোর মেলা’ উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিকেল সাড়ে তিনটায় পটিয়া উপজেলার মাঠে যুব গণ জমায়তে বক্তব্য রাখবেন যুবলীগ চেয়ারম্যান।

কর্মসূচিতে যোগ দিতে শনিবার সকালে বিমানযোগে চট্টগ্রামে আসবেন যুবলীগ চেয়ারম্যান। রাতে তিনি ঢাকায় ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭ 

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

You May Like..