ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জঙ্গি আস্তানা ‘নব্য জেএমবি’র, টার্গেট ছিল বিদেশিরা

রমেন দাশগুপ্ত, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
জঙ্গি আস্তানা ‘নব্য জেএমবি’র, টার্গেট ছিল বিদেশিরা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি শফিকুল ইসলাম

সীতাকুণ্ড থেকে: সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানা ‘নব্য জেএমবি’র মন্তব্য করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, তাদের লক্ষ্য ছিল বিদেশিদের ওপর হামলা করে মিরসরাই-সীতাকুণ্ড অঞ্চলে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সীতাকুণ্ডের চৌধুরী পাড়ার জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডিআইজি বলেন, আমরা নিশ্চিত এরা নিষিদ্ধ ঘোষিত উগ্র সংগঠন ‘নব্য জেএমবি’।

এখানকার দুটিই নব্য জেএমবির আস্তানা।

বুধবার (১৫ মার্চ) দুপুরে সীতাকুণ্ড পৌরসভার লামারবাজার আমিরাবাদের সাধন কুটির থেকে শিশুসহ গ্রেফতার জঙ্গি দম্পতিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা এখনো মুখ খোলেনি।

তাদের অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।

নব্য জেএমবির লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে ডিআইজি বলেন, তাদের লক্ষ্য ছিল মিরসরাই-সীতাকুণ্ডে অঞ্চলে বিদেশিদের ওপর হামলা করে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার লক্ষ্যে প্রচুর গ্রেনেড ও বিস্ফোরক মজুদ করেছিল আস্তানায়।  

** সীতাকুণ্ডের দুই আস্তানা জেএমবির, জানালেন ডিআইজি

** সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় নারীসহ তিন জঙ্গি নিহত
**জঙ্গি আস্তানা থেকে নারী-শিশুসহ ১৮ জিম্মি উদ্ধার

**সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, দুই জঙ্গি অাত্মঘাতী (ভিডিও)
**অপারেশন অ্যাসল্ট সিক্সটিন: আহত দুই পুলিশ
**ছবিতে অপারেশন ‘অ্যাসল্ট ১৬’

**সীতাকুণ্ডে ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ চলছে
**সাঁড়াশি অভিযানের জন্য আস্তানা ঘিরে সোয়াত টিম
**গুলি ছুড়তে ছুড়তে আরেক জঙ্গি আস্তানায় অভিযানে পুলিশ
**সীতাকুণ্ডের দুই আস্তানা জেএমবির, জানালেন ডিআইজি
**কোমরে ‘সুইসাইড বেল্ট’ বেঁধে নিয়েছিল আটক নারী
**ভুয়া পরিচয়পত্র দেখাতে গিয়েই ধরা খেল জঙ্গিরা
**নারীসহ দুই জঙ্গি আটক, দুই পুলিশ আহত
**সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা, পুলিশের ওপর হাতবোমা নিক্ষেপ

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭

আরডিজি/এআর/আইএসএ/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।