ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জঙ্গি আস্তানা থেকে নারী-শিশুসহ ১৮ জিম্মি উদ্ধার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
জঙ্গি আস্তানা থেকে নারী-শিশুসহ ১৮ জিম্মি উদ্ধার সীতাক‍ুণ্ডের জঙ্গি আস্তানা থেকে নয় জিম্মি উদ্ধার; ছবি- উজ্জ্বল ধর

সীতাকুণ্ড থেকে: সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় ‘অপারেশন অ্যাসল্ট-১৬’ শুরুর পর এ পর্যন্ত সেখান থেকে নারী শিশুসহ ১৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া বৃহস্পতিবার ( মার্চ ১৬) সকালে শুরু হওয়া ওই অভিযানে ইতোমধ্যে নারীসহ তিন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে।

অভিযানস্থলে উপস্থিত পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ঢাকার অতিরিক্ত উপ কমিশনার আব্দুল মান্নান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে জঙ্গি আস্তানার ভেতরে আটকে পড়া পরিবারগুলোকে রক্ষায় ও জঙ্গিদের আটকে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৬টা ২০ মিনিটে গুলি ছুড়তে ছুড়তে ‘অপারেশন অ্যাসল্ট ১৬’ অভিযান শুরু করে সোয়াত, কাউন্টার টেররিজম ইউনিট, র‌্যাব ও পুলিশের সম্বন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ভবনের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়।



সীতাকুণ্ডে জঙ্গিদের হাতে জিম্মিদের উদ্ধার ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে্র কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ বাংলানিউজকে জানান, ওই ভবন থেকে এ পর্যন্ত ছয় থেকে সাতটি পরিবারের ১৮ সদস্যকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) কামাল উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, আমরা ভবনের জানালা কেটে ছয়জনকে বের করতে পেরেছি। এর মধ্যে নয় বছরের নিচে আছে তিন শিশু। নারী আছেন একজন এবং পুরুষ আছেন দুইজন। বাকিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেছে। আমাদের উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আরআই/আরডিজি/এআর/টিসি

**সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, দুই জঙ্গি অাত্মঘাতী (ভিডিও)

**অপারেশন অ্যাসল্ট সিক্সটিন: আহত দুই পুলিশ
**ছবিতে অপারেশন ‘অ্যাসল্ট ১৬’

**সীতাকুণ্ডে ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ চলছে
**সাঁড়াশি অভিযানের জন্য আস্তানা ঘিরে সোয়াত টিম
**গুলি ছুড়তে ছুড়তে আরেক জঙ্গি আস্তানায় অভিযানে পুলিশ
**সীতাকুণ্ডের দুই আস্তানা জেএমবির, জানালেন ডিআইজি
**কোমরে ‘সুইসাইড বেল্ট’ বেঁধে নিয়েছিল আটক নারী
**ভুয়া পরিচয়পত্র দেখাতে গিয়েই ধরা খেল জঙ্গিরা
**নারীসহ দুই জঙ্গি আটক, দুই পুলিশ আহত
**সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা, পুলিশের ওপর হাতবোমা নিক্ষেপ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।