ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা, পুলিশের ওপর হাতবোমা নিক্ষেপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা, পুলিশের ওপর হাতবোমা নিক্ষেপ দুই জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ (ফাইল ফটো)

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার নামারবাজার এলাকায় দুইটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ।  এর মধ্যে একটি আস্তানার ভেতর থেকে পুলিশের ওপর হাতবোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নূরে আলম মিনা।

আরেকটি আস্তানার ভেতরে নারী ও শিশুসহ তিনজন আছে বলে জানিয়েছেন এসপি।   ওই আস্তানার ভেতরে অস্ত্র-গুলি, হ্যান্ডগ্রেনেড ও বিপুল পরিমাণ বিস্ফোরক আছে বলেও জানিয়েছেন এসপি।

বুধবার (১৫ মার্চ) দুপুরে আস্তানা দুটির সন্ধান পেয়ে সেখানে অভিযান চালাতে যায় পুলিশ।

চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ড থানার ও জেলার রিজার্ভ টিমও অভিযানে যোগ দিয়েছে।

  সিএমপি থেকে বিস্ফোরক নিস্ক্রিয়করণ ইউনিটকেও কল করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, যে আস্তানার ভেতরে নারী-শিশুসহ তিনজন আছে সেটির মালিক সুরেশ মিস্ত্রি নামে এক ব্যক্তি।   তারা সুরেশ মিস্ত্রির ভাড়াটিয়া।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।