ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

'চট্টগ্রামে জঙ্গি সমন্বয়কের দায়িত্বে মুছা'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
'চট্টগ্রামে জঙ্গি সমন্বয়কের দায়িত্বে মুছা'

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বলেছেন, ‘মুছা নামের একজন সংগঠক জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম রেঞ্জের দায়িত্ব পেয়েছেন। তার গতিবিধি আমরা ফলো করছি। কিন্তু এতো দ্রুত ফ্রিকুয়েন্টলি সে অবস্থান বদল করে আমরা আমাদের নেটের মধ্যে তাকে আনতে পারছি না। তবে পুলিশের যতগুলো ইউনিট আছে সবাই এটা নিয়ে কাজ করছি। আর চট্টগ্রামের মাটির উপরও সৃষ্টিকর্তার একটা রহমত আছে। আমরা যখনই অ্যাকশান নিতে যাই তখনই তারা ধরা পড়ে যায়।’

 

 

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই জঙ্গি সমন্বয়কের সম্পর্কে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার নুরে আলম মিনা।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

পুলিশ সুপার আরও বলেন, ‘আমাদের দেশে আইএস আছে বলাটা আন্তর্জাতিক রাজনীতির অংশ। আসলে আমাদের দেশে কোনো আইএস নেই।

এখানে মধ্যেপ্রাচ্যের আইএস আসেনি। যদি আইএস থাকেও তাহলে এরা আমাদেরই লোক। মূল আইএস’র সঙ্গে ওদের কানেকশ‍ান থাকতে পারে। আইএস কিন্তু আমদানি হয়নি, যারা করছে তারা লোকাল আইএস। ’

তিনি বলেন, ‘চট্টগ্রামে হঠাৎ করে জঙ্গি তৎপরতা বেড়ে গেল। আমরা কয়েকটি অভিযান চালিয়েছি। অনেককে হাতেনাতেও ধরেছি। আমরা এর কারণ তদন্ত করে দেখছি, মিরসরাইয়ে উপমহাদেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে প্রচুর বিদেশি কাজ করছেন। বিদেশিরা যাতে এই দেশে আসতে ভয় পায়-কাজ না করে চলে যায় সেই ভয় লাগাতেই জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে। আমরা তাদের কার্যক্রম থামিয়ে দিতে কাজ করে যাচ্ছি। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।