Alexa
ঢাকা, মঙ্গলবার, ১৪ চৈত্র ১৪২৩, ২৮ মার্চ ২০১৭
bangla news
symphony mobile

বিয়ের ছয় দিন আগে ভাগিনার ছুরিকাঘাতে খালা খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-১৩ ১১:৫১:৩১ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

চট্টগ্রাম: বিয়ের মাত্র ছয় দিন আগে ভাগিনা রাসেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন খালা জুলি (১৯)। সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে নগরীর হালিশহর থানাধীন ঈদগা এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

খালাকে খুনের পর রাসেল নিজের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে সে পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, ঈদগাঁর হাসান শাহ মাজার লেনের বড় পুকুরের পশ্চিম পাড়ে জুলি থাকত। ১৯ মার্চ তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কী কারণে ভাগিনা রাসেল তাকে ছুরিকাঘাত করেছে সেটি জানার চেষ্টা করছি আমরা।

তিনি বলেন, হাসান নিজেও আহত হয়েছেন। তাকে চমেক হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭

এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

You May Like..