ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদে ‘গাঁজা চোর’ আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
বায়েজিদে ‘গাঁজা চোর’ আটক

চট্টগ্রাম: মাদক বিক্রেতার গাঁজার বস্তা চুরি করে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ইউসুফ (২৭) নামে এক যুবক।

বুধবার (০১ মার্চ) রাত ৮টার দিকে তাকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া চৌরাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলানিউজকে জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে দুজন মাদক বিক্রেতা ওয়াজেদিয়া ঈদগাহ এলাকায় গাঁজা র‍াখা একটি বস্তা ফেলে যান।

ইউসুফ তা দেখে চুরি করেন।

বস্তাটিতে ৪ কেজি গাঁজা ছিল।

ইউসুফ গাঁজাগুলো বিক্রির চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসিন।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
আরডিজি/টিসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।