ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে তিন অপহরণকারী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
চট্টগ্রামে তিন অপহরণকারী গ্রেফতার

চট্টগ্রাম: ১০ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।  এসময় শরীফ হোসেন নামে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর বাটালি হিল থেকে আনোয়ার হোসেন নামে একজনকে আটক করা হয়।  

আনোয়ারের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর মনসুরাবাদে সিএন্ডবি কলোনির একটি বাসা থেকে ফারজানা বেগমের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

 

এসময় আটক ফারাজানার দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর মুন্সিপাড়া এলাকা থেকে বীথি আক্তারকে আটক করা হয় বলে বাংলানিউজকে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-জনসংযোগ) আনোয়ার হোসেন।

উদ্ধার হওয়া শরীফ নগরীর খুলশী থানার মতিঝর্ণা এলাকার নুরুল আলমের ছেলে।

  গত ১৯ ফেব্রুয়ারি নিজ বাসা থেকে তাকে অপহরণের পর ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে বলে জানান এডিসি আনোয়ার হোসেন।  

এই ঘটনায় খুলশী থানায় গত ২৭ ফেব্রুয়ারি একটি মামলা ‍দায়ের হয়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।