ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিলেট ক্লাব ও মেজবানী টেস্ট অব চিটাগাং এর কর্পোরেট চুক্তি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
সিলেট ক্লাব ও মেজবানী টেস্ট অব চিটাগাং এর কর্পোরেট চুক্তি  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা, ছবি সংগৃহিত

চট্টগ্রাম: সিলেট এর অভিজাত ক্লাব সিলেট ক্লাব লিমিটেড এবং চট্রগ্রামের ঐতিহ্যের ধারক রেঁস্তোরা মেজবানী টেস্ট অব চিটাগাং এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সিলেট ক্লাবের সকল সদস্য মেজবানী রেঁস্তোরার যেকোনো খাবারে ডাইন ইন কিংবা টেকওয়ে সেবায় ১৫ শতাংশ ছাড় পাবে। সিলেট ক্লাব লিমিটেড’র পক্ষে প্রেসিডেন্ট এ টি এম শোয়েব এবং মেজবানী টেস্ট অব চিটাগাং এর পক্ষে উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানের সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় সিলেট ক্লাব লিমিটেড’র সাবেক সভাপতি এবং সিলেট মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট (ইন-চার্জ) হাসিন আহমেদ, সিটি ব্যাংক লিমিটেড’র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল কবির খান শান্তনু, ফ্লেবারস সুইটস এর ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দীন আল হাশেম, ডিএমডি হাসানুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২২ঘণ্টা, মার্চ ১, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।