ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নতুন ফিশারিঘাট থেকে সাড়ে ৬ মণ জাটকা জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
নতুন ফিশারিঘাট থেকে সাড়ে ৬ মণ জাটকা জব্দ

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট বাজার থেকে সাড়ে ছয় মণ (২৫০ কেজি) জাটকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ফিরিঙ্গিবাজার থেকে স্থানান্তরিত ‘নতুন ফিশারিঘাট’র বিভিন্ন আড়তে জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জাটকা জব্দ করা হয়।

অভিযানে অংশ নেন মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী।

তিনি বাংলানিউজকে জানান, অভিযানে তাজমণি কোল্ড স্টোরেজ থেকে আড়াইশ’ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

এরপর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে জব্দ করা জাটকা জেলা সমাজসেবা পরিচালিত এতিমখানায় বিতরণের নির্দেশ দেন।

একই সঙ্গে কোল্ড স্টোরেজের মালিক আবদুল্লাহ আল মামুনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির ছোট ইলিশ আহরণ, বিক্রি ও মজুদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের ১-২ বছর জেল এবং ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।  

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।