ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গুডস হিলে আটক ৮ জন ফের জেলেগেট থেকে গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
গুডস হিলে আটক ৮ জন ফের জেলেগেট থেকে গ্রেফতার

চট্টগ্রাম: মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাসভবন নগরীর গুডস হিল থেকে আটক ৮ জনকে কারাফটক থেকে আবারও গ্রেফতার করা হয়েছে।  তাদের নগরীর কোতয়ালি থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ৮ জনকে জামিনে মুক্তি দেয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

এরপর তাদের কারাফটক থেকে গ্রেফতার করে কোতয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।

  তাদের ২০১৫ সালে ৫ জানুয়ারি নগরীর নাসিমন ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ওই মামলায় বুধবার তাদের আদালতে হাজির করা হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি জসিম উদ্দিন।

 

এর আগে ২৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে গুডস হিলে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে পুলিশ।   তারা বিএনপি, যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।

আটকের সময় সেখানে সাকা চৌধুরীর ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে বৈঠক শেষ করে বেরিয়ে আসছিলেন।

আটক ১৬ জনের মধ্যে উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদও ছিলেন যাকে আবারও কারাফটক থেকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।