ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাসপাতাল থেকে পালানো ডাকাত ফের গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
হাসপাতাল থেকে পালানো ডাকাত ফের গ্রেফতার

চট্টগ্রাম: গণপিটুনি খেয়ে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালানো জমির উদ্দিন (৩২) নামে এক ডাকাতকে ফের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  পুলিশ প্রহরায় চিকিৎসাধীন জমির গত ২৪ ফেব্রুয়ারি সকালে হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিল।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে নগরীর বন্দরটিলা এলাকায় বাসা থেকে গ্রেফতার করেছে পিবিআই।

পিবিআই, চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বাংলানিউজকে বলেন, হাসপাতাল থেকে পালিয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিল জমির।

  গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি।   তাকে আবারও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি রাতে মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ডাকাতি করে পালানোর সময় ধরা পড়ে পিটুনির শিকার হয়েছিল জমির।  

ডাকাতির শিকার গৃহকর্তা বেলায়েত হোসেন বাচ্চু বাদি হয়ে জোরারগঞ্জ থানায় মামলা ‍দায়ের করেছিলেন।   মামলার এজাহারে জমিরের নাম ইকবাল হোসেন ‌উল্লেখ আছে।

তবে পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন, তার প্রকৃত নাম জমির।   সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।