ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৮ কোটি টাকা শুল্ক ফাঁকি: ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
৮ কোটি টাকা শুল্ক ফাঁকি: ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম: বন্ড সুবিধায় আনা পণ্য ওয়্যার হাউস থেকে অপসারণ করে ৮ কোটি ৬২ লাখ ১৯৩ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট।

শুল্ক ফাঁকি দেওয়া ১২ প্রতিষ্ঠানের মধ্যে ৭ প্রতিষ্ঠানের মালিক একজন। মো.ইলিয়াসের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স এমি এক্সেসরিজ বিডি প্রাইভেট লিমিটে, মেসার্স সানরাইজ এক্সেসরিজ লিমিটেড, মেসার্স এমআইপি বিডি লিমিটেড, মেসার্স নিউ কার্টন প্যাক, মেসার্স ইমতি পলি প্যাকেজিং ইন্ডাস্ট্রি, মেসার্স চিটাগং কার্টুনস লিমিটেড ও মেসার্স লিবার্টি এন্টারপ্রাইজ লিমিটেড।

গত ২৯ ও ২০ ফেব্রুয়ারি কাস্টমস বন্ড কমিশনারেটের প্রিভেন্টিভ দল অভিযান পরিচালনা করেন। এসময় বন্ডেড গুদামে শুল্কমুক্ত সুবিধায় আনা পণ্য পাওয়া যায়নি।

বন্ড সুবিধার অপব্যবহার করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

কাস্টমস বন্ড কমিশনার মোহাম্মদ মুবিনুল কবির বাংলানিউজকে বলেন, বন্ড সুবিধায় পণ্য আমদানি করেছিল ১২টি প্রতিষ্ঠান। কিন্তু পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানের ওয়্যার হাউসে এসব পণ্য পাওয়া যায়নি।

আমাদের ধারণা বন্ড সুবিধার অপব্যবহার করে এসব পণ্য খোলা বাজারে বিক্রি করে দিয়েছে। কারণ এর আগেও এসব প্রতিষ্ঠান এ ধরনের কাজ করেছিল।

ফাঁকি দেওয়া শুল্ক আদায়ে এসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল অবৈধ অপসারণের দায়ে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, মোহাম্মদ ইলিয়াসের মালিকানাধীন সাতটি প্রতিষ্ঠানের ফাঁকি দেওয়া শুল্পের পরিমান ৭ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৬১৫ টাকা। এরমধ্যে মেসার্স এমি এক্সেসরিজ বিডি প্রাইভেট লিমিটেড ৮২ লাখ ৮৫ হাজার ৬৮৭ টাকা, মেসার্স সানরাইজ এক্সেসরিজ লিমিটেড ১ কোটি ৪৪ লাখ ২২ হাজার ৪৭০, মেসার্স এমআইপি বিডি লিমিটেড ৩০ লাখ ৩১ হাজার ৯৬৩, মেসার্স নিউ কার্টন প্যাক ২ কোটি ২৬ লাখ ১৮ হাজার ২৯১, মেসার্স ইমতি পলি প্যাকেজিং ইন্ডাস্ট্রি ৯ লাখ ৫০ হাজার ২৯১, মেসার্স চিটাগং কার্টুনস লিমিটেড ৪৩ লাখ ৬০ হাজার ২৮৯ এবং মেসার্স লিবার্টি এন্টারপ্রাইজ লিমিটেড ২ কোটি ২২ লাখ ৬৫ হাজার ৪৬৪ টাকা শুল্ক ফাঁকি দিয়েছে।

এছাড়া মেসার্স এভারগ্রিন প্যাকেজিং এন্ড এক্সেসরিজ লিমিটেড ৩ লাখ ১০ হাজার ৩৮৭, মেসার্স এভারগ্রিন প্যাকেজিং এন্ড এক্সেসরিজ লিমিটেড ৩ কোটি ৫১ হাজার ৪৫৭, মেসার্স ডেলমার্স অ্যাপ্যারেলস্ লিমিটেড ৪৩ হাজার ৭২, মেসার্স চুনজি ইন্ড্রাস্ট্রি লিমিটেড ৮০ হাজার ৬৩৩, মেসার্স প্রিন্টিং প্রো-ডিজাইন (প্রা.) লিমিটেড ৯৪ লাখ ৮০ হাজার ২৯ টাকা শুল্ক ফাঁকি দেয়।

এরই মধ্যে ফাঁকি দেওয়া রাজস্ব আদায় করেছে মেসার্স এভারগ্রিন প্যাকেজিং এন্ড এক্সেসরিজ লিমিটেড।

বাংলাদেশ সময়: ২০৫২ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।