ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে শতভাগ বিদ্যুৎ, বুধবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
কর্ণফুলীতে শতভাগ বিদ্যুৎ, বুধবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন

চট্টগ্রাম: দেশের বিভিন্ন জেলার ১০টি উপজেলার সাথে চট্টগ্রামের প্রস্তাবিত কর্ণফুলী উপজেলাকেও শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে উদ্বোধন করা হচ্ছে। বুধবার (১ মার্চ) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন।

এর আগে ২০১৬ সালের ১৩ আগষ্ট প্রধানমন্ত্রী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করেছিলেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
 
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মো. সামসুল আরেফিন বলেন, শতভাগ বিদ্যুতায়িত উপজেলা কর্মসূচির আওতায় বুধবার গণভবন থেকে দেশের ১০টি উপজেলার সাথে চট্টগ্রামের কর্ণফুলীকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন।
 
আর এদিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার রুহুল আমীনসহ স্থানীয় সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও সুধিসমাজ উপস্থিত থাকবেন।  
 
জেলা প্রশাসক আরও বলেন, শতভাগ বিদ্যুতায়িত কর্ণফলী উপজেলায় ৫টি ইউনিয়নে ৩২টি গ্রাম রয়েছে। এ উপজেলায় ৩৬ হাজার ৬৭১ জন গ্রাহকের বিদ্যুৎ লোডের চাহিদা ৫৮ মেগাওয়াট। এ উপজেলায় ৪২৩ কিলোমিটার বিদ্যুৎ লাইনে কোন লোড শেডিং নেই। ২০১৬ সালের অক্টোবর মাসে এ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ শুরু হয়। ৫ মাসে সকল গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
 
সংবাদ সম্মেলনে বিদুৎ বিভাগের সহকারী সচিব মো. জিল্লুর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সিস্টেম অপারেশন (কে.অ.) পরিদপ্তরের পরিচালক অঞ্জন কান্তি দাশ, বাংলাদেশ পল্লী বিদ্যু সমিতি-১ এর জেনারেল ম্যানেজার এ এইচ এম মোবারক উল্লাহ, এজিএম (অ্যাডমিন) আসাদুজ্জামান ভূইয়া, পটিয়া থানা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, রীশু কুমার ঘোষ, মো. মহসীন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসবি/আইএসএ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।