ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ৬টি বারসহ ফের স্বর্ণমানব আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
শাহ আমানতে ৬টি বারসহ ফের স্বর্ণমানব আটক

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি স্বর্ণবারসহ হাসান উদ্দিন (৪৫) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

মঙ্গলবার দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এফজেড ৫৮৯ ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন হাসান। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে শরীরে তল্লাশি চালানো হয়।

এসময় শরীরের বিশেষ স্থানে ৬টি স্বর্ণবার পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান বাংলানিউজকে বলেন, আটকের পর বিমানবন্দরের কাস্টমস হলে আনা হয়।

সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর শরীরে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন হাসান।

পরে তাকে লুঙ্গি ও ঝুড়ি দেওয়া হলে টয়লেটে গিয়ে ৬টি স্বর্ণবার বের করে আনেন। দুটি করে তিনটি পোটলায় বারগুলো লুকানো ছিল। এছাড়া ৭০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

অবৈধভাবে স্বর্ণ আনায় হাসানকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ডিজি বলেন, পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে গত ২১ ও ২২ ফেব্রুয়ারি শাহ আমানত বিমানবন্দর থেকে একই প্রক্রিয়া পৃথক দুটি আটকের ঘটনায় দুইজন যাত্রীর কাছ থেকে মোট ২১টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।