ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘যদি অথবা কিন্তু’ দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব নয়

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
‘যদি অথবা কিন্তু’ দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব নয়

চট্টগ্রাম: আইনে ‘যদি কিংবা কিন্তু’ রেখে বাল্যবিবাহ প্রতিরোধ কঠিন হবে।  আর বাল্যবিবাহ কমাতে না পারলে সামাজিক অস্থিরতা বেড়ে যাবে।  মেয়েদের অগ্রগতি থমকে যাবে।  নারী ও শিশু নির্যাতন বেড়ে যাবে।  মাতৃমৃত্যু বাড়বে।  শিক্ষার হার কমবে।

সোমবার সন্দ্বীপে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন।
উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিএনপিএস’র ব্যবস্থাপক মো.শামসুদ্দীনের সঞ্চালনায় এবং রহমতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি দিদারুল আলম, যুব উন্নয়ন কর্মকর্ত‍ার প্রতিনিধি আকতার হোসেন, সন্দ্বীপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ কামাল বাবু, হাফেজ মাওলানা ইউসুফ, রাজনীতিক কামরুল হাসান খান এবং কমিউনিটি ফোরাম সেক্রেটারি আমিনুর রসুল খোকন।


বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।