ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভারতের ভিসা পেতে ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ভারতের ভিসা পেতে ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদারকে ক্রেস্ট উপহার দেন বেপজিয়ার নেতারা

চট্টগ্রাম:  ভারত ভ্রমণে সহজে ভিসা পাওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) বাংলাদেশ ইপিজেড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।

সোমনাথ হালদার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেপজিয়া উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

বেপজিয়ার গতিশীল ও কার্যকরী নেতৃত্বের ফলে আঞ্চলিক ও আন্তঃদেশীয় সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।

চিটাগাং ক্লাবে বেপজিয়ার জোনাল এক্সিকিউটিভ কমিটির সাধারণ সম্পাদক আজিজুল বারী চৌধুরী জিন্নাহর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বেপজিয়া’র জোনাল এক্সিকিউটিভ কমিটির সভাপতি খাজা মঈনুদ্দিন ফরহাদ, ইয়ংওয়ান গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার হারুনুর রশিদ, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মেরাজ-ই-মোস্তফা, স্টার অটোমোবাইলসের প্রধান নির্বাহী ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহবুবুল হক চৌধুরী বাবর, জেপার-ল্যাব (বিডি) লিমিটেডের সিইএ সিতারা শাহ্, ডব্লিউওয়াই অ্যাপারেলের ডাইরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয়ালিঙ্গম ভেলুপিল্লাই, ইনটিমেট অ্যাপারেলস লিমিটেডের মানু উত্তম, জয় জয় মিলস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের মহাব্যবস্থাপক মিথিলেশ. এম, নাসা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, ইউনিভোগ গার্মেন্টস কোম্পানি লিমিটেডের কমার্শিয়াল ম্যানেজার রেজাউল করিম রাসেল, প্রিমিয়ার ১৮৮৮ লিমিটেডের বাণিজ্যিক প্রধান মোহাম্মদ মুরাদ আলী চৌধুরী, রিজেন্সি গার্মেন্টস লিমিটেডের হেড অব কমার্শিয়াল অপারেশন মুসলেহ উদ্দিন খান, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের কর্মকর্তা শ্রাবণী ভৌমিক প্রমুখ।

      

সভায় ভারতীয় সহকারী হাই কমিশনারকে ক্রেস্ট উপহার দেন বেপজিয়ার নেতারা।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।