ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাঁচ দিনব্যাপী যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প শুরু মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
পাঁচ দিনব্যাপী যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প শুরু মঙ্গলবার পাঁচ দিনব্যাপী যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প শুরু মঙ্গলবার

চট্টগ্রাম: ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশিক্ষিত যুবশক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ৫ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প। নগরীর হালিশহর এলাকার সরকারি শারীরিক শিক্ষা কলেজে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম আয়োজিত ৫ দিনব্যাপী এ ক্যাম্প চলবে ৪ মার্চ পর্যন্ত।

ক্যাম্পে দেশের ৪টি সিটি করপোরেশন সহ ৬৪ জেলার প্রায় ১ হাজার রেড ক্রিসেন্ট সদস্য অংশগ্রহণ করবেন।
বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

ক্যাম্প উপলক্ষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলেনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলেনে লিখিত বক্তব্যে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ফখরুল ইসলাম পরাগ বলেন, দেশে যেকোনো দুর্যোগের সময় দুঃস্থ মানুষের কল্যাণে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন আসছে।

  এরই ধারাবাহিকতায় প্রশিক্ষিত ও দক্ষ স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্যে ৫ দিনব্যাপী যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আওতায় প্রায় ১০ হাজার যুব স্বেচ্ছাসেবক আর্তমানবতার সেবায় তৎপর রয়েছে। দেশে ঘূর্ণিঝড়, ভূমিধস, ভূমিকম্প, বন্যা, শৈত্যপ্রবাহ ও বিভিন্ন দুর্যোগে যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ প্রশিক্ষিত জনবল হিসেবে সাফল্যের সাথে সরকারের সহযোগী সংস্থার পক্ষে নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

সংবাদ সম্মেলনে রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের সেক্রেটারি আব্দুল জব্বার, জেলা ইউনিটের সেক্রেটারি নুরুল আনোয়ার চৌধুরী বাহার, এইচ এম সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad