ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্টেশন রোড ‘সাফ’ করলো রেলওয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
স্টেশন রোড ‘সাফ’ করলো রেলওয়ে স্টেশন রোডে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর স্টেশন রোডে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করে এলাকাটি ‘সাফ’ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ ঘণ্টা ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

তবে অভিযানে অবৈধ দখলদারেরা বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রশাসন ও পুলিশের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। এ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূমি কর্মকর্তা ইশরাত রেজা।
 
ইশরাত রেজা বাংলানিউজকে বলেন, রেলওয়ের নতুন ও পুরাতন স্টেশনসংলগ্ন এলাকায় ভাসমান দোকানগুলো উচ্ছেদ করতে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
অভিযানের সময় অবৈধ দখলদারেরা ব্যাপক ঝামেলা করার চেষ্টা করলেও সফল হয়নি।
 
অভিযানে সিএমপি, কোতোয়ালি থানা, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৬০ জন সদস্য দায়িত্ব পালন করেন বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
 
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।