ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
চকরিয়ায় অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি পুড়ে যাওয়া বসতবাড়ি

কক্সবাজার: চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দিগরপানখালী দুই ভাইয়ের বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার ভোর রাত তিনটায় একই এলাকার দুই সহোদর ফজলুর রহমান ও আজিজুর রহমানের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।  

স্থানীয় ইউপি মেম্বার মজিবুর হক আজিজ বাংলানিউজকে জানান,  ফজলুর রহমানের বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

এতে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে দুই ভাই ফজলুর ও আজিজুর রহমানের বাড়ি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, দিগরপানখালী সড়কটি ছোট এবং গাড়ি চলাচল অনুপযুক্ত হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ার কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ফজলুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭

টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad