ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একুশ বিজয় ছিনিয়ে আনার প্রেরণা জুগিয়েছে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
একুশ বিজয় ছিনিয়ে আনার প্রেরণা জুগিয়েছে

চট্টগ্রাম: ‘রক্ত দিয়ে ভাষার মান রক্ষা করার নজীর একমাত্র বাঙ্গালীরাই দেখিয়েছে। ৫২’র রক্ত রাঙা পিচ্ছিল পথ ধরে আমরা এগিয়েছি, শত সংগ্রামে বিজয় ছিনিয়ে আনার প্রেরণা জুগিয়েছে একুশ। আমাদের গর্বিত অতীতের সকল অহংকার বিনষ্ট করে আমাদের জাতিগত ঐক্য, হৃদয়ে পুঞ্জীভুত আকাঙ্খার পরিষ্ফুটনের দ্বার রুদ্ধ করার জন্য পাকগোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র করেছে।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বঙ্গবন্ধু পরিষদের একুশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শারজাহ বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চৌধুরী এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, ভাষার অধিকার, শিক্ষার অধিকার, সম্পদ ভোগের অধিকার, সংস্কৃতি লালন করার অধিকার কোনটাতেই তারা ভ্রক্ষেপ করেনি।
ভাষা সংস্কৃতি ভৌগলিক সীমানা সব আলাদা হওয়া সত্বেও বৃটিশ সাম্রাজ্যবাদের নীলনকশা অনুযায়ী দ্বিজাতিতত্ব বাঙালীদের বিভক্ত, অপমানিত, লাঞ্ছিত ও বঞ্ছিত করেছে। বাঙ্গালীর চির আরাধ্য প্রেমিক বঙ্গবন্ধু মুজিব সেই পথহারা বিভক্ত জনগোষ্ঠীকে একত্রিত করে একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন।
রক্তক্ষয়ী, জীবন হানি, নারীর ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার পথ দেখিয়েছে একুশ।
 
পরিষদের সভাপতি আহমেদ আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জনতা ব্যাংক শারজাহ শাখার সহকারী ব্যবস্থাপক নুরুল ইসলাম, পরিষদের সাবেক সভাপতি আমির হোসেন, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. ইউসুফ মিয়া, নুরুল আফসার, নুরুল ইসলাম, প্রকৌশলী মোরশেদ চৌধূরী, শৈবাল বড়ুয়া, আহমেদ ইখতেখার পাভেল, মোসলেম উদ্দিন মিলন, মেজবাহ উদ্দিন, হুমায়ুন কবীর, সিরাজ মাতব্বর, মুনির গাজী প্রমুখ।
 
আবু তাহের ভূইঞা ও মো. সিরাজদ্দৌল্লাহ’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রাসেল আহমদ। কোরআন তেলওয়াত করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ শফিকুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad