ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আগুনে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আগুনে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের ৪ সদস্যের মধ্যে বাবা জসীম উদ্দিন (৩০) ও ছেলে রিদোয়ানের (২) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লায় জসিম উদ্দিনের মৃত্যু হয়।

এদিকে শুক্রবার ভোরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু রিদোয়ান।

এর আগে বুধবার দিবাগত রাতে কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী হাজী আবুল ফজলের বাড়িতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

নিহত জসিমের ভাই মো. রশিদ প্রকাশ ভোলাইয়া নিজ বাড়িতে এ আগুন লাগিয়ে দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মো. রশিদ প্রকাশ ভোলাইয়া মানসিক রোগী।

সে এলাকাবাসী ও পরিবারের সকলের সঙ্গে বিগত ৩ বছর ধরে মারধর করে আসছিল। ঘটনার দিন রশিদ তার মায়ের কাছে মোটরসাইকেলের চাবি চাইলে মা তা দেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে দরজা বন্ধ করে ঘরে আগুন লাগিয়ে দেয় সে।  আগুনে ওই পরিবারের ৪ সদস্যের শরীরের অধিকাংশেই পুড়ে যায়।

এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জসিমের মা নুর আয়েশা (৫৫) ও তার স্ত্রী আশুরা বেগম (২৪)।

এদিকে নিহত জসিমের মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তার শ্বশুড় আবু ছৈয়দ।

পোকখালী ইউনিয়ন পরিষদের সদস্য কলিম উল্লাহ বাংলানিউজকে জানান, কি কারণে ভোলাইয়া নিজের মা, ভাই, ভাবী ও ভাইপোর উপর এ বর্বর ঘটনা ঘটিয়েছে তা বোঝা যাচ্ছে না। এদিকে এ ঘটনায় ভোলাইয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে সৌদিআরব ফেরত অপর ভাই মোস্তফা।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন বাংলানিউজকে জানান, ভোলাইয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭

টিটি/আইএসএ/টিসি

**আগুনে দগ্ধ একই পরিবারের ৪ সদস্য

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।