ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্পটেই ট্রেড লাইসেন্স দিচ্ছে চসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
স্পটেই ট্রেড লাইসেন্স দিচ্ছে চসিক

চট্টগ্রাম: প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশক্রমে প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুরু হয়েছে স্পটেই ট্রেড লাইসেন্স প্রদান কার্যক্রম।

রাজস্ব সার্কেল-৭ এর কর কর্মকর্তা ও উপ কর কর্মকর্তারা বুধবার (২২ ফেব্রুয়ারি) সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, সিঙ্গাপুর মার্কেট, লাকি প্লাজাসহ বিভিন্ন বিপণিকেন্দ্রের ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স দেন।

চসিকের রাজস্ব বিভাগ সুত্রে জানা গেছে, প্রথম দিনের অভিযানে ১৪টি হালনাগাদ নবায়ন ট্রেড লাইসেন্স, ৮০টি নতুন ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়।

এ ছাড়া মার্কেটগুলোর ফুটপাত অবৈধভাবে দখলে রাখা হকারদের উচ্ছেদ করা হয় এবং প্রতিটি দোকানের নাম ফলক (সাইনবোর্ড) বাংলায় লেখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে চসিক ২ লাখ ৩৭ হাজার ১০০ টাকা রাজস্ব আদায় করেছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।