ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুর্নীতি নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
দুর্নীতি নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন চবি শিক্ষক আলী-আর-রাজি

চট্টগ্রাম: চট্টগ্রামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের জন্য দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে পাঁচদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।  প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এবং জার্মানভিত্তিক সংস্থা জিআইজেড এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা চলবে সোমবার পর্যন্ত।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী-আর-রাজি এবং সায়মা আলম প্রথম দিন গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ দেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ এবং জিআইজেড’র কর্মসূচি সমন্বয়ক কৃঞ্চা চন্দ প্রশিক্ষণ শুরুর দিনে উপস্থিত ছিলেন।

পিআইবির সহকারী প্রশিক্ষক তানিয়া পারভিন এবং জিআইজেড’র পার্টনারশিপ ম্যানেজার আলী রেজা কর্মসূচি সমন্বয় করছেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন চট্টগ্রামের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত ২০ জন সংবাদকর্মী।

ধারাবাহিক কর্মশালায় পরবর্তীতে একাত্তর টেলিভিশনের পরিচালক (সংবাদ) সৈয়দ ইশতিয়াক রেজা এবং জেষ্ঠ্য সাংবাদিক জুলফিকার আলী মানিক প্রশিক্ষণ দেবেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।