ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বেতনের জন্য আমিন জুট মিলের শ্রমিকদের দেড় ঘণ্টার সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
বেতনের জন্য আমিন জুট মিলের শ্রমিকদের দেড় ঘণ্টার সড়ক অবরোধ  আমিন জুট মিলের সড়ক অবরোধ (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

চট্টগ্রাম: আমিন জুট মিলের বকেয়া বেতন আগামী সোমবারের মধ্যে দেওয়ার আশ্বাসে দেড় ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকেরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)  বিকেল ৪টার দিকে তারা এ সড়ক অবরোধ তুলে নেয়। এর আগে একই দিন দুপুর আড়াইটা থেকে বকেয়া বেতন দেওয়ার দাবিতে তারা এ সড়ক অবরোধ করেছিল।

পরবর্তীতে পুলিশের সহযোগিতায় আমিন জুট মিল কর্তৃপক্ষ ও শ্রমিকনেতাদের সাথে বসে সমঝোতা বৈঠক হয়।
 
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বাংলানিউকে বলেন,  আমিন জুট মিলের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।
মুরাদপুর-অক্সিজেন সড়কের আমিন জুট মিলের সামনে তারা এ অবরোধ করে। পরবর্তীতে আমিন জুট মিল কর্তৃপক্ষ ও জুট মিলের শ্রমিকদের সাথে বসে সমঝোতা করা হয়েছে।
জুট মিল কর্তৃপক্ষ আগামী সোমবারের মধ্যে এক সপ্তাহের বকেয়া দিয়ে দিবে। এ সমঝোতার প্রেক্ষিতে শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নিয়েছে।
 
বাংলাদেশ সময় : ১৫৩২ ঘণ্টা ফেব্রূয়ারি ২৩, ২০১৭
 
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।