ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এনবিআর’র রাজস্ব সংলাপ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এনবিআর’র রাজস্ব সংলাপ শুরু এনবিআর’র রাজস্ব সংলাপ শুরু

চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামের সকল স্তরের ব্যবসায়ীদের সঙ্গে রাজস্ব সংলাপ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল চারটায় চট্টগ্রাম কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়।  

দেশের সর্বক্ষেত্রে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ে তুলতে দেশব্যাপী রাজস্ব সংলাপের আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড।

চট্টগ্রামের সকল পর্যায়ের স্টকহোল্ডারদের সঙ্গে আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো.নজিবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) মো.ফরিদ উদ্দিন, চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশিনার সরোয়ার জাহান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড.মাহবুবুর রহমান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, উইম্যান চেম্বার সভাপতি কামরুন মালেক, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।