ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারের ‘আতংক’ ডাকু রায়হান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
কক্সবাজারের ‘আতংক’ ডাকু রায়হান গ্রেফতার

কক্সবাজার: কক্সবাজার পৌরসভার সাহিত্যিকা পল্লী থেকে ১৪টি মামলার পলাতক আসামি মো. রায়হান প্রকাশ ডাকু রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ।  এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়হানের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। তিনি একই এলাকার ফরিদুল আলম ও বলি ফাতিনির ছেলে এবং সন্ত্রাসী নাছিরের ভাই।

 

রায়হানের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ অস্ত্র চাঁদাবাজি ও হত্যাচেষ্টার ১৪টি মামলা রয়েছে।  

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশেন) মাঈন উদ্দিন বাংলানিউজকে জানান, রায়হান শহরের এক আতংকের নাম।

 তার বিরুদ্ধে অস্ত্র ও ইয়াবা আইনে নতুন মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।