ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে যুবলীগ ক্যাডার অস্ত্রসহ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
চট্টগ্রামে যুবলীগ ক্যাডার অস্ত্রসহ গ্রেফতার পিস্তল-গুলিসহ যুবলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম: যুবলীগ নেতা নামধারী দুর্ধর্ষ সন্ত্রাসী আলাউদ্দিন আলোকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে তাকে নগরীর পাহাড়তলী বাজার থেকে গ্রেফতারে করেছে ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বাংলানিউজকে জানান, আলো যুবলীগের নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে।

একটি হত্যাসহ তার বিরুদ্ধে চারটি মামলা আছে।

ডবলমুরিং থানার এস আই কায়সার হামিদ বাংলানিউজকে জানান, এলাকায় আধিপত্য নিয়ে আলোর সঙ্গে সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলরের ছেলের দ্বন্দ্ব আছে।

আলো তাকে ছুরিকাঘাত করে আহত করে। এছাড়া সম্প্রতি আলো পুলিশের গাড়িও ভাংচুর করে।

আলোর বিরুদ্ধে অস্ত্র মামলায় দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এস আই কায়সার হামিদ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।