ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে কমিউনিটি পুলিশের মহাসমাবেশ শুরু

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
মিরসরাইয়ে কমিউনিটি পুলিশের মহাসমাবেশ শুরু মিরসরাইয়ে কমিউনিটি পুলিশের মহাসমাবেশ শুরু। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই (চট্টগ্রাম) থেকে: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইস্কুল মাঠে চট্টগ্র্রাম জেলা কমিউনিটি পুলিশিং এর মহাসমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিউনিটি পুলিশের থিম সংয়ের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরপর আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে উত্তরীয় পরিয়ে দেন কমিউনিটি পুলিশের সদস্যরা।

চট্টগ্র্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

 প্রধান বক্তা হিসেবে আছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

সমাবেশে বিশেষ অতিথি আছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর শফিকুল ইসলাম, সিএমপি কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

 এছাড়াও উপস্থিত আছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনীতিকরা।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

এসএইচডি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।