ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যাত্রীর পেট থেকে বের হল স্বর্ণের বার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
যাত্রীর পেট থেকে বের হল স্বর্ণের বার

চট্টগ্রাম: শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা জামাল নামে এক যাত্রীর পেট থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে বিমানবন্দরে পৌঁছেন ওই যাত্রী।  

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান বাংলানিউজকে জানান, জামালের বাড়ি রাউজানে।

  বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গতিবিধি দেখে সন্দেহ হলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাকে কাস্টমস কক্ষে নিয়ে আসেন। সেখানে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তিনি কিছিুই স্বীকার করেননি।
পরে অপারেশন করে পেট থেকে বের করা হবে বলা হলে স্বর্ণের বারের বিষয়টি স্বীকার করেন। তারপর ওষুধ খাইয়ে জামালের পেট থেকে ছয়টি স্বর্ণের বার বের করা হয়।  

৭০২ গ্রাম ওজনের স্বর্ণের বারের দাম প্রায় ৩০ লাখ টাকা বলে জানান তিনি।   এ বিষয়ে বিমানবন্দরে বিকেল চারটায় প্রেস বিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।