ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে জুনিয়র চেম্বারের নতুন কর্মপরিকল্পনা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে জুনিয়র চেম্বারের নতুন কর্মপরিকল্পনা জুনিয়র চেম্বারের সাধারণ সভা অনুষ্ঠিত,ছবি:সংগৃহিত

চট্টগ্রাম: তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে জুনিয়র চেম্বার চট্টগ্রাম কসমোপলিটন। সম্প্রতি নগরীর খুলশী ক্লাবে অনুষ্ঠিত সংগঠনের প্রথম সাধারণ সভায় এসব পরিকল্পনা হাতে নেওয়া হয়।

সংগঠনের সভাপতি মো গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জুনিয়র চেম্বার চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, সাবেক সভাপতি জসিম আহমেদ, রাইসুল উদ্দিন সৈকত।

বর্তমান সাধারণ সম্পাদক জোবায়ের খান সাধারণ সভায় ২০১৭ সালের সম্ভাব্য বিভিন্ন কর্মসূচি এবং কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন।

এছাড়াও তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে এ বছর কী কী কর্মসূচি গ্রহণ করা হবে তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

শুভেচ্ছা বক্তব্যে নিয়াজ মোর্শেদ এলিট সদস্যদের আত্ম-উন্নয়নের প্রতি গুরত্ব প্রদান করেন।

সদস্যদের জেসিআইএর বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচীর গুরত্ব নিয়ে কথা বলেন এবং জেসিআই আয়োজিত বিভিন্ন কর্মশালায় সদস্যগণদের অংশগ্রহনের পরামর্শ দেন।  

সদস্যগণদের নিয়ে নতুন বছরে সংগঠনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন সংগঠনের সভাপতি মো.গিয়াস উদ্দিন।  ২০১৭ সালের সকল কর্মসূচি বাস্তবায়নে সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন তিনি।  

সভায় অন্যান্যের মধ্যে নির্বাহী সহ সভাপতি মাশফিক আহমেদ রুশাদ, জেনারাল লিগ্যাল কাউন্সিলর শাফিউল আলম রানা, অসীম কুমার দাস, রুবায়েত সাফি, কোষাধ্যক্ষ শহীদুল মোস্তফা চৌধুরী মিজান, পরিচালক মো. নূরুজ্জামান, গোলাম সরওয়ার চৌধুরী, আশরাফুল আলভি, প্রকৌশলী এস এম ইশতিয়াক উর রহমান, আবু বকর সাহেদ, শাহাদাত হোসেন চৌধুরী, সদস্য জুনায়েদ ইজদানী রবিন, রবিউল হোসেন, কায়সার চৌধুরী, ইমরান আহমেদ, রাজু আহম্মেদ, জালাল, ইমাম হোসেন, নাজিয়া ড. ফাহিম, মাজহার, সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।