ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কেরোসিনের চুলার আগুনে কলেজছাত্রী দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
কেরোসিনের চুলার আগুনে কলেজছাত্রী দগ্ধ

চট্টগ্রাম: কেরোসিনের চুলার আগুনে মেহেরুন নেসা (১৬) নামে এক কলেজছাত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চন্দনাইশ উপজেলার বড়পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত মেহেরুন নেসা একই এলাকার শফিউল আলমের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহিদ হাসান বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর দগ্ধ অবস্থায় চন্দনাইশ থেকে মেহেরুন নেসা নামের এক কলেজছাত্রীকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহত মেহেরুন নেসাকে হাসপাতালে নিয়ে আসে তার ভাই রাব্বি।

সকালে ঘুম থেকে উঠে ঘরের কেরোসিনের চুলার স্টোভে আগুন ধরাতে গিয়ে এ দুর্ঘটনা হয়েছে বলে রাব্বি আমাদের জানিয়েছেন।

বর্তমানে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।