ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জামালখানে ৫৭০ বর্গফুটের পোড়ামাটির ম্যুরাল উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
জামালখানে ৫৭০ বর্গফুটের পোড়ামাটির ম্যুরাল উদ্বোধন জামালখানে ৫৭০ বর্গফুটের পোড়ামাটির ম্যুরাল উদ্বোধন। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর জামালখানে ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালে ইতিহাস-নির্ভর ৫৭০ বর্গফুটের ম্যুরাল উদ্বোধন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

দৈনিক আজাদীর পৃষ্ঠপোষকতা ও জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে নির্মিত ম্যুরালে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস পোড়ামাটিতে চিত্রিত হয়েছে। ম্যুরাল তৈরি ও স্থাপনায় ছিলেন ভাস্কর প্রণব সরকার ও অরবিস আরকিটেকচারাল কনসালেটন্টের স্থপতি আইনুল ইসলাম শাওন।

ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালে নির্মিত ম্যুরাল দেখছেন পথচারীরা

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফলক উন্মোচন করেন মেয়র।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন প্রমুখ।

ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালে নির্মিত ম্যুরাল দেখছেন পথচারীরা

কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর গিয়াস উদ্দিন, মো. জাবেদ, আবিদা আজাদ, আনজুমান আরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।