ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘একুশ দিল মুখের বুলি, একুশ তোমায় কেমনে ভুলি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
‘একুশ দিল মুখের বুলি, একুশ তোমায় কেমনে ভুলি’ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে মানুষের ঢল। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি', 'একুশ দিল মুখের বুলি, একুশ তোমায় কেমনে ভুলি', 'একুশ মানে মাথা নত না করা', ‘একুশ আমার চেতনার উৎস', 'মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা', 'শহীদ স্মৃতি অমর হোক' এরূপ নানান ফেস্টুন, ব্যানার, বর্ণমালা এবং ফুলেল শ্রদ্ধার্ঘ নিয়ে বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণি পেশার লক্ষাধিক মানুষ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। ফুল হাতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন।

চট্টগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ।  ছবি: উজ্জ্বল ধর

নগরী ও জেলার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত পর্যায়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

এর মধ্যে চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি মহসীন কলেজ, সিটি সরকারি কলেজ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতি, ইস্টডেল্টা ইউনিভার্সিটি, চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মহানগর মহিলা আওয়ামী লীগ, উত্তর ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ, দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চট্টগ্রাম, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ চট্টগ্রাম শ্রদ্ধা নিবেদন করে।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে মানুষের ঢল।  ছবি: উজ্জ্বল ধর

আরও শ্রদ্ধা নিবেদন করে প্রমা আবৃত্তি সংগঠন, উদীচী শিল্পী গোষ্ঠী, অনিক সাংস্কৃতিক ফোরাম, স্বপ্নীল সামাজিক সংগঠন, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম, চট্টগ্রাম লেখিকা সংঘ, এমইএস উচ্চ বিদ্যালয়, চিটাগাং সিনিয়রস ক্লাব, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি ফার্মেসী বিভাগ, গ্রুপ থিয়েটার ফেডারেশন, হোমিওপ্যাথিক পরিষদ, ওয়াকার্স পার্টি, সমাজ সমীক্ষা সংঘ, যন্ত্র শিল্পী সংস্থা, ক্বণন, আমরা একুশ, চবি, দৃষ্টি, অভ্যুদয় সংগীত অঙ্গন, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বৌদ্ধ সমিতি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, হাটহাজারী বিএনপি, এফএনবি, মঞ্চ সংগীত শিল্পী সংস্থা, ন্যাপ, ইসকন, অনিকেত, কণিকা, চাঁদেরহাট, মাস্টারদা সূর্যসেন স্মৃতি সংসদসহ নানা সংগঠন ও প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad