ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যাত্রাপালার মানসপুত্র অমলেন্দু বিশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
যাত্রাপালার মানসপুত্র অমলেন্দু বিশ্বাস সাংস্কৃতিক পরিবেশনা, ছবি: সংগৃহিত

চট্টগ্রাম: বিশ শতকে যাত্রাপালার অনন্য প্রতিভা চট্টগ্রামের অমলেন্দু বিশ্বাস।মাইকেল মধুসূদন দত্ত, লেনিন, হিটলার, জানোয়ার প্রভৃতি যাত্রাপালার অভিনয়ে অসাধারণ নৈপুণ্যের স্বাক্ষর রাখায় তাঁকে বলা হয় এ দেশের যাত্রাপালা্র মানসপুত্র।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ‘অমলেন্দু বিশ্বাস:  জীবন ও শিল্প সাধনা’ শীর্ষক আলোচনা সভায় যাত্রানট অমলেন্দু বিশ্বাসের সহকর্মী মিলন কান্তি দে এসব কথা বলেন।

মহান ২১ স্মরণে তির্যক নাট্যদলের আয়োজনে ৫ দিনব্যাপী ‘নাট্যভাষা বাংলা আমার’ শীর্ষক নাট্যায়োজনের চতুর্থ দিনে টিআইসি লেকচার থিয়েটারে মিলন কান্তি দে আরও বলেন, অমলেন্দু বিশ্বাসের শিল্পকর্ম আধুনিক ও বৈজ্ঞানিক মনস্ক।

তাঁর চিন্তা-চেতনায় ছিল আধুনিক নাট্যরীতির সঙ্গে লোকজ আঙ্গিকের সমন্বয় ঘটানোর প্রয়াস।  দেশীয় যাত্রা অভিনয়ের মানোন্নয়নে তাঁর অবদান গুরুত্বের সঙ্গে স্বীকৃত হয়েছে।
 তবে বর্তমানে এদেশে যাত্রাশিল্পের চর্চা নেই বললেই চলে।  অসহনীয় দুর্ভোগ ও কষ্টের মাধ্যমে যাত্রাশিল্পীদের জীবন চলছে।  এ শিল্পে সরকার হস্তক্ষেপ না করলে অচিরেই আলোড়িত এ শিল্পটি কালের গর্বে হারিয়ে যাবে।

মহান ২১ শে ফেব্রুয়ারির চেতনাকে ধারণ করে তির্যক নাট্যদল প্রতিবছর এই নাট্যায়োজন করে থাকে।  এবার ভাষা দিবসের ৬৫ তম বার্ষিকীতে ‘নাট্যভাষা বাংলা আমার’ শীর্ষক ১৫তম আয়োজনের প্রতিপাদ্য বিষয় দর্শক, নাট্য ও সংস্কৃতিকর্মী সম্মিলনেনাট্য-ভাবনা বিনিময়।

সোমবার চতুর্থ দিনের কর্মসূচীতে ছিল বিষয়ভিত্তিক আলোচনা, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এবং মিলনায়তনে যাত্রাপালা পরিবেশনা।  বিকেল সাড়ে ৫ টায় মুক্তমঞ্চে সংগীত পরিবেশন করে অভ্যুদয় সংগীত অঙ্গন এবং নৃত্য পরিবেশন  করে স্কুল অবওরিয়েন্টাল ডান্সের শিল্পীরা।   সন্ধ্যা ৭টায় টিআইসি মিলনায়তনে দেশ অপেরা পরিবেশন করে যাত্রাপালা ‘আমি অমলেন্দু বিশ্বাস’ যাত্রাপালাটি রচনা, নির্দেশনা ও একক অভিনয়ে ছিলেন যাত্রানট মিলন কান্তি দে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।