ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পৃথক তিনটি অগ্নিকাণ্ডে ১৩ লাখ টাকার ক্ষতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
পৃথক তিনটি অগ্নিকাণ্ডে ১৩ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলা, খুলশীর রেলওয়ে কলোনি ও উত্তর কাট্টলী এলাকায় পৃথক তিনটি অগ্নিকাণ্ডে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার ভোরে বাঁশখালীর শেখেরখিল এলাকায় ১৫টি বসত-ঘরে আগুন লাগে। খবর পেয়ে আনোয়ারা ও সাতকানিয়ার ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

এতে ১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

একই দিনে দুপুরে খুলশীর রেলওয়ে কলোনির একটি চায়ের দোকানে আগুনে ২৫ হাজার ও বিকেল তিনটায় উত্তর কাট্টলীর আচার্য মল্লিক পাড়া এলাকায় একটি ফার্নিসার ও মুদির দোকানে আগুনে ৭৫ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।