ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিলাসবহুল প্রাইভেট কারে ১৭৩৫ বোতল ফেনসিডিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
বিলাসবহুল প্রাইভেট কারে ১৭৩৫ বোতল ফেনসিডিল বিলাসবহুল প্রাইভেট কারে ১৭৩৫ বোতল ফেনসিডিল

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় একটি বিলাসবহুল প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৭৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ ফেব্রুয়ারি) স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বাংলানিউজকে জানান, কুমিল্লা থেকে ফেনসিডিল নিয়ে একটি প্রাইভেট কার চট্টগ্রামের দিকে আসছে এমন খবরের ভিত্তিতে ফৌজদারহাট ক্যাডেট কলেজের পাশে বাংলাবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় বিলাসবহুল জিপ গাড়ির গতিবিধি সন্দেহজনক হলে থামতে সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়িটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে।

এ সময় গাড়িটি (ঢাকামেট্রো শ-০০৯৭) আটক করে চালক জামালপুরের ইসলামপুরের চারিয়ার মৃত সুরমান আলীর ছেলে মো. আলমকে (২৭) গ্রেফতার করা হয়। গাড়িটি তল্লাশি করে ১৭৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব ফেনসিডিলের দাম ১৩ লাখ ৮৮ হাজার টাকা।

গ্রেফতার আসামি ও উদ্ধার করা মাদক সীতাকুণ্ড থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান মিমতানুর রহমান।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।