ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আগুনে পুড়েছে কর্ণফুলী ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের যন্ত্রপাতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আগুনে পুড়েছে কর্ণফুলী ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের যন্ত্রপাতি

চট্টগ্রাম: বন্ধ হয়ে যাওয়া কর্ণফুলী ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের বিভিন্ন যন্ত্রপাতিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে সিগারেটের মোছা থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্যাসিফিক মেরিন সার্ভিসেস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় এজেন্ট হিসেবে ড্রেজিংয়ের কাজ করছিল।

কয়েক বছর আগে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়।

নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর বাংলানিউজকে জানান, নগরীর সদরঘাট থানার অভয়মিত্রঘাট এলাকায় রক্ষিত ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ড্রেজিং পাইপ, মিক্সার মেশিন ও ড্রাম ট্রাকে আগুন লাগে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের মাধ্যমে আগুনে ক্ষয়ক্ষতি পরিমান নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।