ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সপ্তম ডাচ বাংলা ব্যাংক গলফ টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
সপ্তম ডাচ বাংলা ব্যাংক গলফ টুর্নামেন্ট সম্পন্ন সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

চট্টগ্রাম: নগরীর পতেঙ্গার শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে সপ্তম ডাচ বাংলা ব্যাংক গলফ টুর্নামেন্ট ২০১৭ শনিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ।

টুর্নামেন্টে তাসিন সাফায়েত ১৮ হোল খেলায় বিজয়ী, লে. কর্নেল মো. তুহিন হাসান রানার আপ এবং মেজর রুহুল আমিন দ্বিতীয় রানার আপ ট্রফি অর্জন করেন। লে. কমান্ডার মোহাম্মদ হাবিবুর রহমান খান ০৯ হোল খেলায় বিজয়ী এবং ক্যাপ্টেন ফাসিহুর রহমান রানার আপ ট্রফি অর্জন করেন।

স্কোয়াড্রন লিডার শামসুন নীহার মহিলা গ্রুপে বিজয়ী, মিসেস কামরুন্নেসা এহসান রানার আপ এবং মিসেস মৌসুমী মনজুর দ্বিতীয় রানার আপ ট্রফি অর্জন করেন। মাস্টার ফারহান হোসেন জুনিয়র গ্রুপে বিজয়ী এবং মাস্টার জাহিন আহমেদ রানার আপ ট্রফি অর্জন করেন।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাচ বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।