ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এক মামলায় ২২ আসামির ১৯ জনই খালাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এক মামলায় ২২ আসামির ১৯ জনই খালাস

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলায় ডাকাতির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় তিনজনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।  একই রায়ে আদালত ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন। 

রোববার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম এই রায় দিয়েছেন।

দন্ডপ্রাপ্ত তিন আসামি জসিম উদ্দিন, ইসমাইল ও সৈয়দুল হক পলাতক আছেন।

অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী বাংলানিউজকে জানান, ২০০৪ সালের ১৬ মার্চ রাতে বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর গ্রামে আব্দুর রহিমের বাড়িতে ডাকাতি হয়।   পরদিন আব্দুর রহিম ‍বাদি হয়ে বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেন।

২০০৫ সালের ৩০ জুন ২২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।  ২০০৮ সালের ১১ মার্চ আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৩৯৫, ৩৯৭ ও ৪১২ ধারায় অভিযোগ গঠন করা হয়।  মামলা প্রমাণে আটজনের সাক্ষ্য নেয় রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।