ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিশ্ববিদ্যালয় গেটে ছাত্রলীগের সড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
বিশ্ববিদ্যালয় গেটে ছাত্রলীগের সড়ক অবরোধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে আটকের প্রতিবাদে চবি ছাত্রলীগের একাংশ চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ১ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে

চট্টগ্রাম: রাঙামাটির বাঘাইছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে আটকের প্রতিবাদে চবি ছাত্রলীগের একাংশ চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ২ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে একটার দিকে সড়ক অবরোধ করা হয়। চট্টগ্রাম শহর থেকে হাটহাজারী, ফটিকছড়ি, উত্তর রাউজান, উত্তর রাঙ্গুনিয়াসহ খাগড়াছড়ি, রাঙামাটি যাতায়াতের প্রধান সড়ক এটি।

অবরোধের সময় দুপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। সীমাহীন দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।
পথচারী ও দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাটহাজারী থানার একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, সড়ক অবরোধের বিষয়টি শুনে তারা ঘটনাস্থলে যাচ্ছেন।

চবি ছাত্রলীগ সূত্রে জানা গেছে, চবি এক ছাত্রনেতার নিকাটাত্মীয়ের পক্ষে নির্বাচনী প্রচারণায় যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ফেরার পথে রোববার তাদের পুলিশ আটক করে।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭

জেইউ/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।