ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছিনতাইয়ের অভিযোগে ‘যুবলীগ নেতার’ ভাই আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ছিনতাইয়ের অভিযোগে ‘যুবলীগ নেতার’ ভাই আটক

চট্টগ্রাম: ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে নূর আলম শিপু (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শিপুকে নগরীর চকবাজারে মক্কি মসজিদের ‍পাশ থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) শিপুর নেতৃত্বে একটি ছিনতাইকারী দল নগরীর কাতালগঞ্জ বৌদ্ধমন্দিরের সামনে থেকে এক ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই করে নেয়।

  ছিনতাইয়ের বিষয়টি জানার পর প্রাথমিক তদন্তেই পুলিশ শিপুর সম্পৃক্ততার তথ্য পায়।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বাংলানিউজকে বলেন, নূর মোহাম্মদ শিপুকে আটক করা হয়েছে।

  তার বিরুদ্ধে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ আছে।

নূর মোহাম্মদ শিপু চকবাজার এলাকার যুবলীগ নেতা পরিচয় দানকারী নূর মোস্তফা টিনুর ভাই বলে জানিয়েছেন ওসি।

শিপুর বড় ভাই নগর ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন।   ২০১৫ সালের ১৬ ডিসেম্বর শিবির অধ্যুষিত চট্টগ্রাম কলেজ ও সরকারি মহসিন কলেজ দখলে নেয় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণির অনুসারীরা।  

এরপর দুই কলেজ ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠা করতে রণির অনুসারীদের সঙ্গে দফায় দফায় সংঘাতে উঠে আসে টিনুর নাম।   নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেয়া টিনু চকবাজার এলাকায় ছাত্রলীগ-যুবলীগের একটি অংশের নিয়ন্ত্রক।    

এই বিষয়ে বক্তব্য জানার জন্য বেশ কয়েকবার টিনুর মোবাইলে ফোন করা হলেও সাড়া মেলেনি।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।