ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফেসবুকে স্ট্যাটাস, এবার ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ফেসবুকে স্ট্যাটাস, এবার ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার পর এবার ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে নিজের সংগঠনের কর্মীরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে।   হামলার শিকার মোফাজ্জেল হায়দার হোসেন প্রকাশ মোফা চারুকলা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

 বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

হামলাকারী তিন শিক্ষার্থী নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া বাংলানিউজকে জানান, শাহজালাল হলের সামনে মোফাজ্জেল হায়দার নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চবি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীরা মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে শুনেছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন বলেন, ঘটনা শুনেছি।   আহত শিক্ষার্থীকে চমেকে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, গতকালকের ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবো।

সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন বলেন, এ ধরনের ঘটনায় যেই জড়িত থাকুক না কেন সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছাত্রলীগের ইফরাতুল আলম নামে একজন ফেসবুকে স্ট্যাটাস দেয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।  পরে আ জ ম নাছিরের অনুসারী কয়েকজন ওই স্থানে জড়ো হলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭

জেইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।