ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই মন্ত্রীকে কট‍ূক্তি, শিক্ষকের বিরুদ্ধে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
দুই মন্ত্রীকে কট‍ূক্তি, শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

চট্টগ্রাম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের হয়েছে।

আদালত মামলা গ্রহণ করে কোতয়ালি থানাকে এজাহার হিসেবে রেকর্ড করে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন বাদির আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজহারুল ইসলাম।

মামলাটি করেছেন হাজী মো. ইকবাল নামে এক আওয়ামী লীগ নেতা।   মামলার আরজিতে বাদিকে বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযুক্ত হাজী মোহাম্মদ আলী (৫০) স্থানীয় মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।

২০১৫ সালের ৮ অগাস্ট থেকে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সময়ের মধ‌্যে দুই মন্ত্রীর বিরুদ্ধে ফেইসবুকে কটূক্তির অভিযোগ আনা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।