ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অমানবিক চিন্তা চেতনা বদলের অঙ্গীকার ‘পরিবর্তন’র

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
অমানবিক চিন্তা চেতনা বদলের অঙ্গীকার ‘পরিবর্তন’র ‘পরিবর্তন’র মতবিনিময় সভায় প্রধান অতিথিসহ অন্যরা

চট্টগ্রাম: ‘সমাজে এমন কিছু সুবিধাবঞ্চিত মানুষ আছে, যাদের জন্য কেউ এগিয়ে আসে না। গ্রামাঞ্চলে গেলে দেখা যায় গরিব ও দুস্থ মানুষের কষ্টের চিত্র। তাদের পাশে দাঁড়াতে হবে, বাড়িয়ে দিতে হবে সাহায্যের হাত।’

শনিবার (২১ জানুয়ারি) অবহেলিত সমাজ আর মানুষের অমানবিক চিন্তা-চেতনা বদলে দেওয়ার অঙ্গীকারে গঠিত সামাজিক সংগঠন ‘পরিবর্তন’র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের অন্যতম স্বপ্নদ্রষ্টা, সংগঠক ও সমাজকর্মী নওশাদ চৌধুরী মিটু এসব কথা বলেন।
 
নগরীর মুরাদপুর এলাকার একটি রেস্তোরাঁয় মাহফুজ উল্লাহ চৌধুরী সুমনের সভাপতিত্বে ও জামশেদ রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠক আসফাক রাজিব, আব্দুল্লা আল মামুন, ফাতেমা-তুজ-জোহরা তানিয়া, ইমরান হোসেন জিকু, জয়নুল আবেদিন, নার্গিস আক্তার ইভা, ইফতেখার ফয়সাল চৌধুরী, মো. মাসুদ, সাঈদ, আলাউদ্দীন, নাছির মো. রাসেল, নাছির আহমেদ হৃদয়, নজরুল ইসলাম, সজীব ইমতিয়াজ, মো. রিদুয়ান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
 
এসবি/এআর/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad